ফিচার

কথাসাহিত্যিক সুবোধ ঘোষের জন্ম

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার। ৩০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ

ঘটনা১৮০৪- আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।১৮৬৭- কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয়।১৯১৭- রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।১৯৫৯- প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।১৯৮৪- কলকতায় পাতাল ট্রেন চালু হয়।২০০০- মাইক্রোসফট উইন্ডোজ এমই বাজারে ছাড়ে।

জন্ম১৭৬৯- জার্মানির খ্যাতনামা সমাজবিজ্ঞানী আলেক্সান্ডার ভন হাম্বুল্ড।১৭৯১- জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ।১৮৮৮- বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর।১৯০৯- ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষ। জন্ম বিহারের হাজারিবাগে হলেও আদি নিবাস অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। গত শতকের চল্লিশ দশকের প্রায় প্রারম্ভিক কাল ঘেঁষা বাংলা সাহিত্যের কাল পর্বের জীবন শিল্পী। লেখালেখির কালপর্ব ১৯৪০-১৯৮০ সাল। বাঙালি পাঠকসমাজে এখনো প্রাসঙ্গিক। বিশেষ করে তার ‘অযান্ত্রিক’ এবং ‘ফসিল’-এর মত বাংলা সাহিত্যের যুগান্তকারী গল্প। এছাড়াও তার আর একটি বিখ্যাত গল্প ‘থির বিজুরি’। এছাড়াও জতুগৃহ, ভারত প্রেমকথা (মহাভারতের গল্প অবলম্বনে রচিত), তিলাঞ্জলি, গঙ্গোত্রী, ত্রিযামা, ভালোবাসার গল্প, শতকিয়া বেশ জনপ্রিয়। সংসারের অর্থকষ্ট মেটাতে বাসের কন্ডাক্টর থেকে শুরু করে টিউশনি, ট্রাক ড্রাইভার, সার্কাস পার্টিতে ক্লাউনের ভূমিকায় কাজ করেছেন। বহু পথ ঘুরে ত্রিশ দশকের শেষে আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে সহকারী। আনন্দ পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক পেয়েছেন সাহিত্যে অবদানের জন্য।১৯৪১- বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা।

Advertisement

মৃত্যু১৩২১- ইতালিয় কবি দান্তে আলিগিয়েরি।১৯৭১- কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।১৯৭৫- কথাসাহিত্যিক নরেন্দ্রনাথ।২০২০- প্রতাপশালী অভিনেতা সাদেক বাচ্চু।২০২০- বাংলাদেশি টেলিভিশন ব্যক্তিত্ব অভিনেতা ও সরকারি কর্মকর্তা মহিউদ্দিন বাহার।

কেএসকে/জেআইএম