রেডিমেড দর্জি শ্রমিকদের মজুরির হার বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ সমবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, পাইকারি ব্যবসায়ীরা নিজস্ব কারখানায় শ্রমিক খাটিয়ে রেডিমেট পোশাক উৎপাদন করে। দেশের পোশাকের চাহিদা পূরণ করে যে রেডিমেট দর্জি শ্রমিকরা, তাদের জীবন কাহিনী কেউ জানে না। তাদের তৈরি পোশাক পরিধান করে মানুষের সৌন্দর্য্য বাড়ে, মালিকদের মুনাফা বাড়ে। কিন্তু তাদের মজুরি বাড়ে না। অবিশ্বাস্য হলেও সত্যি, গত ১৫ বছরে এই শ্রমিকদের মজুরি বাড়েনি। এসময় সংগঠনের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো মাধ্যে উল্লেখযোগ্য: প্লেন ফুল শার্ট সেলাই মজুরি ৩০ টাকা ও হাফ শার্টে ২৫ টাকা দিতে হবে।মাসিক মজুরি মাস শেষে পরিশোধ করতে হবে। ঈদ বা উৎসব বোনাস, সিজন বেনিফিট দিতে হবে।সমাবেশে আয়োজক সংগঠনের সংগঠক ফখরুল কবির আতিকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, সদস্য রাজিব চক্রবর্তি প্রমুখ।এএস/এএইচ/আরআইপি
Advertisement