হাজী মো. দেলোয়ার হোসেন মাসুমকে সভাপতি ও রেজাউল করিম জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। সেই সঙ্গে ঢাকা জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় , জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্রদলের কমিটির অনুমোদন দেন তিনি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ; সিনিয়র সহ-সভাপতি রাকিবুজ্জামান রাকিব, সহ-সভাপতি আতিকুর রহমান সোয়েম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রনি,যুগ্ম সম্পাদক মাহাফুজ আলম সাগর,যুগ্ম সম্পাদক মো. আবুল হোসেন মুন্সী, এবং সাংগঠনিক সম্পাদক ইতিয়াক আহম্মেদ ফারুক ।মো. আল মামুন/এসকেডি/আরআইপি
Advertisement