দেশজুড়ে

নারায়ণগঞ্জে নবঘোষিত কমিটি থেকে বিএনপি নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদে থাকা সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

Advertisement

এ বিষয়ে আবুল কাউসার আশা জাগো নিউজকে বলেন, আমি মহানগর বিএনপির নতুন কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছি। বুধবার কেন্দ্রীয় বিএনপির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর পদত্যাগ পাঠিয়ে দেবো।

এর আগে বিকেলে আবুল কাউসার আশা তার ফেসবুক আইডির ওয়ালে লেখেন, ‘নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটির ঈমানদের সঙ্গে আমার মতো একজন নগণ্য লোক না থাকাটাই শ্রেয়। তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক, আমার নেতা তারেক রহমানে নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রামে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।’

তার আগে মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আর এই কমিটিতে আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব হিসেবে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে দায়িত্ব দেওয়া হয়।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম