মালয়েশিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন অনন্ত-বর্ষা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে মালয়েশিয়া বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় দাতু জুল কিফলির নেতৃত্বে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতারা।
Advertisement
এছাড়া উপস্থিত ছিলেন দিন দ্য ডে'র মালয়েশিয়ার পরিবেশক আরএমএইচ গ্লোবালের ডিরেক্টর মোস্তাফা হোসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ড. হালিমা সাদিয়া, আরএমএইচ গ্লোবালের প্রতিনিধি রবিন হাওলাদার, মেহেদী হাসান এবং সালাহউদ্দিন আহমেদ।
আগামী শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় ‘দিন দ্য ডে’ সিনেমা মুক্তি পাচ্ছে। এ দম্পতি ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা ২০ মিনিটে কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসিতে দর্শকদের সঙ্গে সিনেমার প্রথম স্ক্রিনিং দেখবেন। তারা ১৮ সেপ্টেম্বরে জোহর বাহরুর এমএমসি সিটি স্কোয়ারে স্ক্রিনিংয়ে অংশ নেবেন বিকেল ৫টা ২০ মিনিটে।
বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলন করবেন এ তারা।
Advertisement
‘দিন দ্য ডে’ সিনেমা বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনা। ছবিতে অনন্ত ও বর্ষার পাশাপাশি ইরান ও লেবাননের অভিনেতারাও রয়েছেন।
এরই মধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম সপ্তাহে সেখানকার ১১ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির কথা ছিল। তাদের আগ্রহে আরও চার সিনেমা হল বাড়িয়ে এখন ১৫ হলে এটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমায় অনন্ত জলিল আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
এমআইএইচএস/এএসএম
Advertisement