জাতীয়

বাবুল হত্যাকাণ্ড : চার পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ

বাবুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহ আলী থানার চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ‘বিভাগীয় শাস্তির’ সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেড কোয়ার্টার্সের তদন্ত কমিটি। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে ডিএমপির পক্ষ থেকে এই সুপারিশ করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র। কমিটির প্রধান ছিলেন ডিএমপি হেড কোয়ার্টার্সের ডিসিপ্লিন শাখার উপ-কমিশনার (ডিসি) টুটুল চক্রবর্তী। এর আগে গত বুধবার রাতে চাঁদা না পেয়ে চা দোকানি বাবুল মাতব্বরকে আগুন দেয়ার অভিযোগ উঠে শাহ আলী থানা পুলিশ এবং পুলিশের সোর্সের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন বাবুল মারা গেলে ২টি তদন্ত কমিটি গঠন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মো. মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বলেন, ‘টুটুল চক্রবর্তীর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।’ তবে প্রতিবেদনে কি রয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি। এআর/এসকেডি/এবিএস

Advertisement