নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে যারা আছেন তাদের নাম ও পদবি নিম্নে উল্লেখ করা হলোঃ
Advertisement
০১. আহ্বায়ক অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন খান০২. যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন০৩. যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির০৪. যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু০৫. যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন০৬. যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আতাউর রহমান মুকুল০৭. যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান০৮. যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনু০৯. যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন১০. যুগ্ম আহ্বায়ক এম, এইচ মামুন১১. যুগ্ম আহ্বায়ক আবু কাওসার আশা১২. সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু১৩. সদস্য অ্যাডভোকেট রফিক আহম্মদ১৪. সদস্য হাজী ফারুক হোসেন১৫. সদস্য আওলাদ হোসেন১৬. সদস্য শওকত হোসেন সকু১৭. সদস্য হাসান আহম্মদ১৮. সদস্য মাহাবুব উল্লাহ তপন১৯. সদস্য মাসুদ রানা২০. সদস্য ডা. মজিবর রহমান২১. সদস্য মাকিদ মোস্তাকিন সিপলু২২. সদস্য রাশিদা জামাল২৩. সদস্য অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান২৪. সদস্য হান্নান সরকার২৫. সদস্য অ্যাড. বিল্লাল হোসেন২৬. সদস্য হাবিবুর রহমান দুলাল২৭. সদস্য হাবিবুর রহমান মিঠু২৮. সদস্য মনোয়ার হোসেন শোখন২৯. সদস্য মো. বরকত উল্লাহ৩০ সদস্য মো. আলমগীর হোসেন৩১. সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা৩২. সদস্য শহিদুল ইসলাম রিপন৩৩. সদস্য আমিনুর ইসলাম মিঠু৩৪. সদস্য ফারুক আহম্মদ রিপন৩৫. সদস্য মাহমুদুর রহমান৩৬. সদস্য অ্যাড. শরিফুল ইসলাম শিপলু৩৭. সদস্য শাখাওয়াতুল ইসলাম রানা৩৮. সদস্য মো. ফারুক হোসেন৩৯. সদস্য কামরুল হাসান সাউদ চুন্নু৪০. সদস্য হুমায়ুন কবির৪১. সদস্য শাহিন আহম্মদ
কেএইচ/এমএএইচ/জেআইএম