গোপালগঞ্জে চাঞ্চল্যকর জাকিয়া বেগম (৩০) হত্যাকাণ্ডের রহস্য ৩ দিনেও উদঘাটিত হয়নি। পুলিশ তার স্বামী সাংবাদিক মোর্শেদায়ান নিশানসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষ জেলহাজতে পাঠিয়ে দিয়েছে। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জাকিয়া বেগমের খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। শহরের পুরাতন বাজার রোডে তার বাবা হাজী জালাল উদ্দিন মল্লিকের বাসভবনে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে নিহতের ৩ ভাই উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার মেয়ে জাকিয়াকে শুক্রবার দিবাগত রাতে বেদগ্রামের বাসায় মাথায় ও পাজরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে তার স্বামী মোর্শেদায়ন নিশান। এ ব্যাপারে তিনি বাদী হয়ে গোপালগঞ্জ মোর্শেদায়ন নিশান (৩৬), তার ভাই এহসান সুশান (৩৩), ভগ্নিপতি হাসান শেখ (৪৩) ও ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার অনিসুর রহমানকে (৩২) আসামি করে গোপালগঞ্জ থানায় ওইদিন রাতে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৬/৪৯, তাং-৫/২/২০১৬)।তিনি দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করে এটিকে একটি ডাকাতির ঘটনা হিসেবে সাজানোর চেষ্টা করা হয়। কিন্তু পুলিশ সে অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এটি যে একটি হত্যাকাণ্ড সে তথ্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি ন্যায় বিচারের ক্ষেত্রে গণমাধ্যমের কর্মী ও প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতন মহলের সহযোগিতা দাবি করেন।জানা গেছে, দীর্ঘ ১০ বছর আগে জাকিয়ার সঙ্গে নিশানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ দেখা দেয়। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, জাকিয়াকে খুন করা হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন জানানো হবে। রিমান্ড মঞ্জুর হলে জিঞ্জাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটিত হবে বলে তারা আশাবাদী। হুমায়ূন কবীর/এসএস/এমএস
Advertisement