শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে ফকির আলী (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
ফকির আলী ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গরুর জন্য কাটা ঘাস ধোয়ার জন্য পুকুরে যান ফকির আলী। এ সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফকির আলীর বড় ভাই আইনাল হক জানান, তার ছোট ভাই ফকির আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। হয়তো ওই রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে ডুবে মারা গেছেন।
Advertisement
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেন বলেন, মৃগী রোগী হওয়ায় বিয়ে করেননি ফকির আলী। কৃষিকাজ করতেন তিনি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
ইমরান হাসান রাব্বী/এসআর/এএসএম