চলতি বছর মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির অর্থমন্ত্রী জাফরুল আজিজ। কারণ বৈশ্বিক মন্দার ঝুঁকির মধ্যেও মালয়েশিয়ায় ভোক্তা চাহিদা বা ব্যয় ভালো অবস্থানে রয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
Advertisement
সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্লুমবার্গ লাইভ ফোরামে জাফরুল আজিজ বলেন, মালয়েশিয়ার অর্থনীতি দ্বিতীয় প্রান্তিকে আট দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে, তৃতীয় প্রান্তিকেও সম্ভাবত এই ধারা আব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক অনুমান করেছে যে পুরো বছরের প্রবৃদ্ধি পাঁচ দশমিক তিন শতাংশ থেকে ছয় দশমিক তিন শতাংশ পূর্বাভাসের উপরের প্রান্তে থাকবে।
অর্থমন্ত্রী বলেন, আগামী মাসের বার্ষিক বাজেটের সময় নতুন প্রবৃদ্ধির অনুমান ঘোষণা করা হবে।
এদিকে মালয়েশিয়ার বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। জুনে দেশটির আমদানি ও রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছায়। মালয়েশিয়ার অর্থনীতি অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসে সেরা পারফরমারদের মধ্যে রয়েছে।
Advertisement
অর্থমন্ত্রী আরও বলেন, ধারণা করা হচ্ছে বর্তমান অর্থনৈতিক পুনরুদ্ধার সরকারকে সাহায্য করবে। তবে আসন্ন বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি ঝুঁকি তৈরি করেছে। এতে বহুমুখী সমস্যার সম্মুখীন হওয়ার কথাও জানিয়েছেন তিনি।
তাছাড়া গত সপ্তাহে মালয়েশিয়ার মুদ্রার মান কমে ১৯৯৮ সালের এশিয়ার অর্থনৈতিক সংকটের পর সর্বনিম্ন হয়েছে। ফলে দেশটিতে বেশকিছু পণ্যের দাম বেড়ে গেছে। জুলাইতে ভোক্তা মূল্যসূচক বেড়ে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এমএসএম
Advertisement