দেশজুড়ে

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুরে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

Advertisement

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নম্বর পোল্ডারের গদাইপুরের আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ১০ হাত জায়গাজুড়ে বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, রোববার (১১ সেপ্টেম্বর) থেকে টানা বৃষ্টি হচ্ছে। সেইসঙ্গে নিম্নচাপের কারণে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দুপুরের জোয়ারে হঠাৎ করেই আবদুল মান্নান মাস্টারের ঘের সংলগ্ন এলাকায় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ২০০ বিঘা জমির ঘের তলিয়ে গেছে।

খাজরা ইউনিয়নের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম জাগো নিউজকে জানান, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। সন্ধ্যার মধ্যে ভাঙনকবলিত বাঁধ সংস্কার করতে না পারলে খাজরাসহ পাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হবে।

Advertisement

ভাঙনকবলিত বাঁধ মেরামতের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের।

আহসানুর রহমান রাজীব/এসআর/এএসএম