দেশজুড়ে

ভোলায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী-শাশুড়ি গ্রেফতার

ভোলায় রত্না বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. রাসেল ও শাশুড়ি নিলু বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

নিহত রত্না ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলাকুপা গ্রামের মো. রাসেলের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই নিহত গৃহবধূর সঙ্গে তার স্বামীর রাসেলের বনিবনা ছিল না। তাদের মধ্যে ঝগড়া ও ঝামেলা চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রাসেল তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। রোববার (১১ সেপ্টেম্বর) তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে দুপুরের দিকে রত্নার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Advertisement

ওসি আরও বলেন, নিহতের বাবা নসু মিয়া আজ রাতে দৌলতখান থানায় মেয়েকে গলাটিপে হত্যার অভিযোগে মামলা করেছেন। এ মামলায় আমরা নিহতের স্বামী রাসেল ও শাশুড়ি নিলু বেগমকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর