ধর্ম

মৃত ব্যক্তিকে যেভাবে কাফন পড়াবেন

মৃত ব্যক্তিকে কাফন পড়ানো ফরজে কিফায়া। অনেক মানুষ আছে যে, মৃত ব্যক্তিকে কিভাবে কাফন পড়াতে হবে তা জানে না। অথচ কাফন পড়ানোর নিয়ম জানা থাকা জরুরি। এখানে কাফন পড়ানোর পদ্ধতি তুলে ধরা হলো-পুরুষের কাফন পড়ানোর পদ্ধতি-ক. প্রথমেই কাফনের চাদর চৌকি বা খাটিয়ার উপরে বিছানো।খ. তারপর চাদরের উপর ইজার (তাহবন্দ) বিছানো।গ. কাপড়গুলোর মধ্যে খোশবু লাগানো।ঘ. মৃত ব্যক্তিকে জামা পরিয়ে ইজারের উপর শোয়াতে হবে। ঙ. তিনবার চন্দন কাঠের ধোঁয়া বা সুগন্ধি দেয়া সুন্নাত।চ. তারপর তুলার মধ্যে খোশবু বা সুগন্ধি লাগিয়ে দুই নিতম্বের মাঝে রেখে দেয়া। যাতে মৃত ব্যক্তির সমস্ত শরীরের জন্য সুগন্ধি ছড়ায়।ছ. তারপর ইজার এমনভাবে জড়াতে হবে যেন, মৃতের ডান পাশ বাম পাশের উপর থাকে। চাদরও এভাবেই পড়ানো।মহিলার কাফন পড়ানোর পদ্ধতি-জ. প্রথমে চাদর বিছাতে হবে। তারপর সিনা বরাবর সিনাবন্দ বিছাতে হবে তারপর ইজার বিছাতে হবে।ঝ. তার পর জামা পরিয়ে মৃতের চুল দু’ভাগ করে বা বেনি করে ডানে ও বাঁমে জামার উপর অর্থাৎ বক্ষের উপর রেখে দিবে।ঞ. মাথাবন্ধ দিয়ে মাথা পেচিয়ে মুখের উপর রাখবেট. তারপর মৃত ব্যক্তিকে ইজারের উপর শোয়াতে হবেঠ. ইজার এমনভাবে জড়াতে হবে যেন, ডান পাশ বাম পাশের উপর পড়ে। অনুরূপভাবে সিনাবন্ধ এবং সর্বশেষ চাদর জড়াতে হবে। মহিলাদের বেলায়ও সুগন্ধি ব্যবহার করবে।সর্বশেষ মাথা ও পায়ের দিকে অতিরিক্ত কাপড়ের মাথায় এবং কোমর বরাবর ফিতা দিয়ে বাঁধতে হবে। দাফনের সময় যেন তা খুলে না যায়। মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর বাঁধন খুলে দিতে হবে।সুতরাং মুসলিম উম্মাহর উচিত উপরোক্ত নিয়মে মৃত ব্যক্তিকে কাফন পড়ানো। আল্লাহ তাআলা মৃত ব্যক্তির পাশে উপস্থিত ব্যক্তিদেরকে সুন্দরভাবে কাফন পড়ানোর তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement