বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
Advertisement
তিনি বলেন, বিএনপির ভাবনা হচ্ছে কীভাবে ক্ষমতায় যাবে। তারা ভোট হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা নির্বাচন প্রতিহত করতে চায়।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কাচিকাটা ইউনিয়নে উপজেলা প্রশাসনের আয়োজনে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা, ঢেউটিন ও চেক বিতরণকালে উপমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ২০০৮ সালে নির্বাচনে হেরেছে। ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করতে চেয়েছে। তারা আগুন সন্ত্রাস করেছে। বাস, ট্রাক, ট্রেন ও মানুষ পুড়িয়েছে। ২০১৮ সালে তারেক জিয়া বিদেশে থেকে মনোনয়ন বাণিজ্য করেছে। এরপর ভোট এলে কেন্ডিডেট মাঠে নামে না।
Advertisement
উপমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার সঙ্গে আর নেই। তারা হাওয়া ভবন সৃষ্টি করে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তাই সারাদেশে স্লোগান ওঠে মা আর পুতে মিল্লা, দেশটারে খাইল গিল্লা।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, কাচিকাটা ইউপি চেয়ারম্যান নুরুল আমীন।
মো. ছগির হোসেন/এসজে/এমএস
Advertisement