যশোরে অজ্ঞাত এক যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের ঢাকা রোড বাবলাতলা ব্রিজের নিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে শহরের ঢাকা রোড বাবলাতলা ব্রিজের নিজ থেকে ছুরিকাঘাতে নিহত যুবকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ওসি আরও বলেন, যুবকের পরিচয় সনাক্ত করা যায়নি। কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তাও জানা সম্ভব হয়নি। তবে পুলিশ হত্যার কারণ ও হত্যাকারীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে।মিলন রহমান/এসএস/এমএস
Advertisement