উজবেকিস্তানের তাশখন্দ শহরে চলতি দ্বিতীয় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা প্রেসিডেন্ট অব উজবেকিস্তান কাপ, ক্যাটাগরি-'এ' এর পঞ্চম রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নেদারল্যান্ডসের গ্র্যান্ডমাস্টার সের্গেই তিভিয়াকভের সাথে ড্র করেন। আগের রাউন্ডে ফাহাদ হারিয়ে দিয়েছিলেন আজারবাইজানের গ্র্যান্ডমাস্টারকে।
Advertisement
শুক্রবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতিতে খেলে গ্র্যান্ডমাস্টার তিভিয়াকভের সাথে ২৫ চালের মাথায় ড্র করেন।
পঞ্চম রাউন্ডে ফিদে মাস্টার পরাগ উজবেকস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার ইগামরিদিভা বাখোরাকে পরাজিত করেন।
শনিবার ষষ্ঠ রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপড়ার কাছে ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ উজবেকস্তানের আন্তর্জাতিকমাস্টার ফায়জুল্লায়েভ আকমালের কাছে হেরে যান।
Advertisement
৬ খেলায় আন্তর্জাতিকমাস্টার ফাহাদ সাড়ে তিন পয়েন্ট ও ফিদে মাস্টার পরাগ ২ পয়েন্ট পেয়েছেন।
আরআই/আইএইচএস/