দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আরাজি দুর্ল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলো- ওই গ্রামের মহেন চন্দ্রের মেয়ে মল্লিকা (১৩) ও মালা রামের মেয়ে ময়না (১০)।

মল্লিকা রাণীশংকৈল উপজেলার নেকমরদ কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ও ময়না গণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় মল্লিকা-ময়নাসহ কয়েকজন শিশু। ওই পুকুর থেকে বালু উত্তোলনে গর্তের সৃষ্টি হয়। সে গর্তে পা পিছলে পড়ে যায় প্রতিবেশী পিথি রানি, সাথী ও সরল নামের তিন ভাইবোন। পুকুরে পড়ে গভীর পানিতে চলে যায় সরল। এসময় তাদের বাঁচাতে গিয়ে মল্লিকা ও ময়না পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পিথি রানি, সাথী ও সরলকে জীবিত করলেও মল্লিকা ও ময়নাকে মৃত উদ্ধার করা হয়।

Advertisement

ময়নার বাবা মালা রায় বলেন, কাজ থেকে ফেরার পথে ছোট্ট একটি বাচ্চা চিৎকার করে বলে আমার মেয়ে পানিতে পড়ে গেছে। তখন আমি পানিতে নেমে মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করি। এর ২০ মিনিট পর মল্লিকাকে খুঁজে পাই।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

Advertisement