দেশজুড়ে

নদী ভাঙন রোধে দৌলতদিয়ায় মানববন্ধন

পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে দৌলতদিয়া ঘাটসহ বিস্তীর্ণ এলাকা রক্ষার দাবিতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে এ কর্মসূচি পালিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তব‌্য রাখেন, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মণ্ডল, জেলা আওয়ামী মোটরচালক শ্রমিক সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহম্মদ আলী।

প্রতিবছর বর্ষ মৌসুমে ভাঙন হলেও স্থায়ী নদী শাসনের কাজ না হওয়ায় এখন ফেরিঘাটসহ বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হচ্ছে। ভাঙনের সময় শুধু বালুর বস্তা ফেলা হয়। যা পর্যাপ্ত না। দ্রুত স্থায়ী নদী শাসনের কাজ করে দৌলতদিয়া ঘাটসহ এলাকা রক্ষার জন‌্য স্থানীয় সাংসদসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তরা।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস

Advertisement