দেশজুড়ে

পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলের শতভাগ উন্নয়ন হবে

দ্রুত গতিতে চলছে পদ্মা সেতুর কাজ। পদ্মা সেতু হয়ে গেলে দক্ষিণাঞ্চলের শতভাগ উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ নূর-ই-আলম চৌধুরী। শনিবার দুপুরে মাদারীপুর শিবচরের উৎরাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় তিনি আরো বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সে ধারাবাহিকতায় শিবচরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সড়ক এবং হাট-বাজার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সীমানা প্রাচীর করা হচ্ছে।পরে সংসদ সদস্য উৎরাইল দাখিল মাদ্রাসা, শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের ভবনসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার উদ্বোধন করেন।শিবচর উৎরাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোসলেহ্ আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. রেজাউল করিম তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুনির চৌধুরী, শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সামসুদ্দিন খান, শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, শিবচর পৌর মেয়র আ. লতিফ মোল্লা, নব-নির্বাচিত মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ প্রমুখ।এ কে এম নাসিরুল হক/এমজেড/বিএ

Advertisement