দেশজুড়ে

শামীম ওসমান ত্বকী হত্যা নিয়ে ‘জজমিয়া’ নাটক সাজাতে চান: রাব্বী

সংসদ সদস্য শামীম ওসমান ত্বকী হত্যা নিয়ে ‘জজমিয়া’ নাটক সাজাতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী।

Advertisement

তিনি বলেন, ত্বকী হত্যার যারা তদন্ত করেছেন, তারা এখনো জীবিত আছেন। পুলিশ-র‌্যাবের কেউই মারা যান নাই। সুতরাং এসব নাটক করে লাভ হবে না।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আলোক প্রজ্বলন অনুষ্ঠানে রাব্বী এসব কথা বলেন।

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে নয় বছর (১১৪ মাস) উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

রফিউর রাব্বি বলেন, বিচারহীনতা ও কর্তৃত্ববাদী শাসন দেশকে আজ ভয়াবহ পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। বিচারব্যবস্থা, বাকস্বাধীনতা, ভোটাধিকার, গণতন্ত্র সবকিছুই আজ প্রশ্নবিদ্ধ। মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নাই। মৃত্যু হলে বিচার হয় না। ঘাতক চিহ্নিত হলেও সাড়ে নয় বছরে ত্বকী হত্যার বিচার হয় না।

তিনি আরও বলেন, শাসকগোষ্ঠীর ছত্রছায়ায় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। বিচারহীনতাকে সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। স্বাধীনতার পূর্বেও বিচারহীনতার এমনি নজির ছিল না।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন- শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহাবুবুর রহমান মাসুম ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।

২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর থেকে ত্বকী হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেফতারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/এসজে/জিকেএস