দেশজুড়ে

বঙ্গবন্ধুর ছবি বিকৃতি ষড়যন্ত্র : এমপি লতিফ

বঙ্গবন্ধুর ছবি বিকৃতিকে নিজের বিরুদ্ধে বিগত ৭ বছর ধরে চলে আসা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের একটি অংশের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন সরকার দলীয় এমপি এমএ লতিফ। শনিবার দুপুরে চিটাগাং চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান চেম্বারের এ সাবেক সভাপতি।তিনি বলেন, ‘আমি কেন, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এমন গর্হিত কাজ করতে পারে না। আমি ফটো তোলার রাজনীতি জীবনে করি নাই, আমি প্রচার বিমুখ মানুষ। আমার এলাকাতে কোনো কিছু বিতরণ করলেও আমি কখনো ছবি তুলে প্রচার করিনি।’ তিনি আরো বলেন, যেদিন নেত্রী আমাকে নমিনেশন দিয়েছেন সেদিন থেকে একটি মহল আমাকে হেনস্তা করার চেষ্টা করে আসছে। আমাকে ঘায়েল করার জন্য আমার কিছু শ্লোক ব্যবহার করে জাতীর পিতার ছবি বিকৃত করার মধ্য দিয়ে জাতির পিতাকে হেয় করেছে। যেহেতু আমাকে জড়িয়ে এ ধরনের মিথ্যা অভিযোগ তোলা হয়েছে সেহেতু আমি নিজেই যারা এ গর্হিত কাজ করেছে তাদের চিহ্নিত করবো এবং তাদের শাস্তি দাবি করছি।সংবাদ সম্মেলনে তিনি উল্টো প্রশ্ন করেন, ‘আমার শরীরের সাথে জাতির পিতার ছবি জুড়ে দিয়ে ব্যানার করলে আমার কি লাভ হবে। এতে আমার স্বার্থ কোথায়?’ লতিফ আরো বলেন, আওয়ামী লীগের সর্বোচ্চ মহলে আমি এ নিয়ে কথা বলেছি। দলের নীতি নির্ধারকরা এ ব্যাপারটি জানেন, তারা বলেছেন- আমি এ কাজ করতে পারি না। আমার প্রতি তাদের সে বিশ্বাস রয়েছে। কারা আপনার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কারো নাম নিতে চাই না, তবে আপনারা দেখেছেন মহানগর আওয়ামী লীগের কারা আমার বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। তারা অতীতেও আমাকে বার বার হেনস্তা করার চেষ্টা করেছে। গত সাত বছর ধরে তারা পেছনে লেগে আছে উল্লেখ করে এম এ লতিফ বলেন আমাকে ঘায়েল করার জন্য তারা আমার পেছনে লেগেছে।’কেন ওই মহলটি আপনার পেছনে লেগে আছে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি বন্দর সচল রাখতে চাই। ৭ বছরে একদিনের জন্য বন্দর বন্ধ হয়নি। বন্দরের উন্নয়ন চাই। চট্টগ্রাম বন্দর কি ছিল আজ কোথায় পৌঁছেছে আপনারা জানেন। বন্দর আজ আধুনিক এবং আন্তর্জাতিক বন্দরে পরিণত হয়েছে। সে কারণে তারা আমার পেছনে লেগে আছে।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চেম্বারের সহ-সভাপতি ও আওয়ামী লীগ নেতা সৈয়দ জানাল, সহ-সভাপতি নুর নেওয়াজ সেলিম। উপস্থিত ছিলেন, সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলম, চেম্বার পরিচালক মোহাম্মদ শাহ। এছাড়া এমপি লতিফ সমর্থিত বন্দর পতেঙ্গা আসনের অসংখ্য আওয়ামী লীগ নেতা কর্মী সংবাদ সম্মেলনে।জীবন মুছা/এসএইচএস/আরআইপি

Advertisement