বিনোদন

নতুন চলচ্চিত্রে আলমগীর

সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আলমগীর দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। অবশেষে ইফতেখার চৌধুরীর `বিজলী`  ছবিতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন কিংবদন্তী এ অভিনেতা। ছবিতে তাকে চিত্রনায়িকা ববির বাবার চরিত্রে দেখা যাবে। আলমগীর বলেন, `বিজলী ছবিটি নিয়ে বেশ কয়েকদিন ধরে কথা চলছে। ছবির গল্প পছন্দ হয়েছে। খুব শিগগিরই ছবিটির কাজ শুরু হবে। তবে এখনো আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি।` এদিকে, অভিনয়ের পাশাপাশি এ ছবিটি প্রযোজনা করছেন চিত্রনায়িকা ববি। এ ছবিতে ববিকে সুপার ওম্যানের চরিত্রে দেখা যাবে। তবে ববির বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো ঠিক হয়নি।গত ১৩ জানুয়ারি এ ছবির নাম চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে।  ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।ইফতেখার চৌধুরী জানান, `কিছুদিনের মধ্যে ছবির শুভ মহরতের মাধ্যমে বাংলাদেশ এবং ব্যাংককের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। এতে মোট চারটি গান থাকবে। কয়েকদিনের মধ্যেই গানগুলোর রেকর্ডিং হবে। প্রসঙ্গত, অভিনেতা আলমগীর সর্বশেষ  এফআই মানিক পরিচালিত `দুই পৃথিবী` ছবিতে অভিনয় করেন। এনই/এএইচ/আরআইপি

Advertisement