ফেনীর সোনাগাজী বাজারে এমপি রহিম উল্লার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের ওসিসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।হামলাকারীদের ইটের আঘাতে সোনাগাজী থানা পুলিশের ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন, বহরের যাত্রী জসিম, মোশারফসহ ৫ জন আহত হয়েছে। আহতদের সোনাগাজী স্বাস্থ্য কপ্লেক্স ও স্থানীয় হাসপতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেনী-৩ আসনের এমপি হাজী রহিম উল্লাহ তার সোনাপুরের নিজ বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। সোনগাজী বাজারে গাড়ি বহর পৌঁছালে বাজারের আওয়ামী লীগ অফিস থেকে নিজদলীয় ২০/৩০ জন তার গাড়ি বহরে হামলা চালায়। এসময় হাজী রহিম উল্লার বহরের ১টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। সোনগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির পুলিশ সদস্য আহত হওয়ার কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত ২ বছর যাবত এমপি রহিম উল্লার সঙ্গে টিআর কাবিখার ভাগ বাটোয়ারা নিয়ে নিজ দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলে আসছিলো। গত ১ জুন ২০১৫ রহিম উল্লার অনুসারীদের হাতে একই এলাকার আজিজুল হক নামের এক যুবলীগ কর্মী নিহত হয়। একইভাবে প্রতিপক্ষের হাতে ২০১৫ সালের শেষ দিকে সোনাগাজীর চরদরবেশের যুবলীগ নেতা জসিম উদ্দিন নিহত হয়।জহিরুল হক মিলু/এমএএস/আরআইপি
Advertisement