বরিশাল নগরীর আমতলা মোড় সংলগ্ন সরকারি শিশু পরিবারের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শিশু পরিবারের মাঠে মো. ইউসুফকে (৯) খেলা করতে দেখেছে নিবাসীর বাসিন্দারা।নিবাসীর বাসিন্দারা জানান, বিকেলে খেলা শেষে ইউসুফ শিশু পরিবারের দোতলার ৯নং কক্ষে যায়। সেখানে গিয়ে গামছা ও দড়ির সাহায্যে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টার চালায়। পরে তাকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক হেমায়েত উদ্দিন নিহতের কক্ষে থাকা অপর নিবাসীদের উদ্বৃতি দিয়ে জানান, বিকেলে শিশু পরিবারের মাঠে ইউসুফকে খেলা করতে দেখেছে নিবাসীরা। এরপর ইউসুফ শিশু পরিবারের দোতলার ৯নং কক্ষে যায়। সেখানে গিয়ে আত্মহত্যার চেষ্টার চালায়। এরপর নিবাসীরা দেখে তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে বিষয়টি তাকে জানানো হয়। তিনি আরো জানান, আগৈলঝাড়া বেবী হোম থেকে দুই বছর পূর্বে তাকে শিশু পরিবারে পাঠানো হয়েছিল।তবে নিবাসীর অপর একটি সূত্র জানিয়েছে, সহপাঠীদের সঙ্গে ইউসুফের বাকবিতণ্ড হয়। একপর্যায়ে কিলঘুষি মারলে সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। এরপর তাকে দ্রুত মেডিকেলে নেয়া হয়। ওই সূত্রটি আরো জানায়, যারা ইউসুফকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে, খবর পেয়ে সংবাদ কর্মীরা ইউসুফের কক্ষটি দেখতে চাইলে সেখানে তাদের যেতে দেয়া হয়নি। কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ইউসুফের মৃত্যুর আসল কারণ জানা যাবে। সাইফ আমীন/এআরএ/আরআইপি
Advertisement