সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও বিএনপির নেতারা নিজেরাই নিজেদের অস্তিত্ব নিয়ে সঙ্কটে পড়েছে। তাই আওয়ামী লীগ তাদের জন্য হুমকি নয়। তারা নিজেরাই নিজেদের জন্য হুমকি। শনিবার সকাল সাড়ে ১১টায় নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়িতিস্তা নদীর উপর সড়ক ও জনপদ অধিদফতরের অধীনে চার কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ১০৭ দশমিক ৫৬ মিটার দীর্ঘ খোকশারঘাট সেতু উদ্বোধন শেষে উপজেলা পরিষদের মাঠে এক জনসভায় এসব কথা বলেন।ডিমলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মাঠের জনসভায় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, ডোমার উপজেলা সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সম্পাদক তোফায়েল আহম্মেদ, ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম , দফতর সম্পাদক জহুরুল ইসলাম ভুইয়া প্রমুখ। এসময় জেলা ও জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় মন্ত্রী বলেন, আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর উত্তরাঞ্চলের মঙ্গাকে যাদুঘরে পাঠিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার ক্ষমতায় থাকলে আগামীতে দেশের সকল দারিদ্রতাকেও যাদুঘরে পাঠিয়ে দেবে। বেকার যুবক যুবতিদের কর্মসংস্থানের ব্যবস্থা যেমন করেছনি আগামীতে সকলের জন্য কর্মসংস্থান গড়ে তোলা হবে। মন্ত্রী দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এমন কোনো আচরণ করবেন না, যাতে শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল উন্নয়ন ও অর্জন ধুলোয় মিশিয়ে যায়। মন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, তারা মাঝে মাঝে তাদের অস্তিত্ব ধরে রাখতে বলনে আন্দোলন হবে এ বছর নয় ওই বছর। তাহলে প্রশ্ন আন্দোলন হবে কোন বছর? তাদের কোনো আন্দোলন মরা গাঙে জোয়ার আনতে পারবে না। মন্ত্রী সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করে বলেন, পাকিস্তান শুধুমাত্র ধ্বংসাত্মক পরমাণু বোমা তৈরি করা ছাড়া সব আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ থেকে অনেক পিছিয়ে রয়েছে। তাই পাকিস্তান বাংলাদেশের অগ্রগতিকে হিংসা করে।বিএনপির আন্দেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন দীর্ঘ আট বছর থেকে শুনে আসছি বিএনপি আন্দোলন করবে। রোজার ঈদের পর কোরবানীর ঈদ। তারপর পরীক্ষা জমে উঠে না বিএনপির আন্দোলন। শেখ হাসিনার সরকার জনগণকে ভালো রাখতে কাজ করে যাচ্ছে আর বিএনপি জনগণের সুখে ঈর্ষান্বিত হয়ে তা নষ্ট করতে পায়তারা করছে। মন্ত্রী আরও বলেন, দেশের সকল রাস্তা ঘাটের উন্নয়ন করা হচ্ছে। শেখ হাসিনার সরকার দেশের গ্রাম থেকে শহরের প্রতিটি রাস্তার উন্নয়ন করে যাচ্ছেন। আগামী ৬ মাসের মধ্যে ডোমার ডিমলায় সকল রাস্তার সংস্কার ও মেরামত করা হবে। তিনি বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় চলে আসেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১১টা ২৫ মিনিটে হেলিকপ্টারযোগে ডিমলা রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেমে গাড়ি বহরযোগে খোকশারঘাট সেতুর উদ্বোধন করেন। ডোমার-ডিমলা সড়কের বুড়িতিস্তা নদীর উপর খোকশার ঘাট সেতুটির দৈর্ঘ্য ১০৭ দশমিক ৫৬ মিটার ও প্রস্থ সাত দশমিক ৩০ মিটার। চার কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে সেতুর কাজ গত বছরের জুন মাসে শেষ হয়। ১৯৯৭-৯৮ সালে দুই কোটি ৩২ লক্ষ আট হাজার টাকা ব্যয়ে সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছিল। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় ও জমি অধিগ্রহণের জটিলতার কারণে সেতু নির্মাণে সময় লাগে দীর্ঘ ১৮ বছর। উদ্বোধন শেষে মন্ত্রী আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে সেতু উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল হোসেন, রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিক, নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবির, ডিমলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায়, ওসি রহুল আমিন খানসহ সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।জাহেদুল ইসলাম/এমজেড/আরআইপি
Advertisement