বিনোদন

সানি লিওনের ভক্ত হৃতিক!

বলিউডে সানি লিওনকে নিয়ে বরাবরই মাতামাতি হয়। সেখানে অনেক অভিনেতারাই সানির ভক্ত। যেমন- এরআগে আমির খান তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন হৃতিক রোশনও।হৃতিক চাইছেন তার পরবর্তী হোম প্রোডাকশনের আইটেম গানে নাচবেন সানি। এমন খবরই প্রচার করেছে  বি-টাউন। গণমাধ্যমটি আরো বলছে, `সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের ইচ্ছেতেই থাকবেন সানি লিওন। চলতি মাসেই শুরু হতে পারে এ ছবির শুটিং।` তবে প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।’তিনি আরো বলেন, ‘কাবিল’-এ অনেক নায়িকা রয়েছেন। হৃতিকের বিপরীতে অভিনয় করবেন ইয়ামি গৌতম। এ ছাড়াও থাকবেন করিনা কপূর, পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা।`এদিকে হৃতিকের পরের ছবি আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জোদারো মুক্তি পেতে পারে ১২ অগস্ট। এই ছবির হাত ধরেই অনেক দিন পর বক্স অফিসে বাজিমাত্ করতে চাইছেন বলিউডের সুদর্শন নায়ক হৃতিক।এনই/এএইচ/আরআইপি

Advertisement