ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে বিএনপির দলীয় কার্যালয়ে কৃষি অফিসের সাইনবোর্ড লাগানো হয়েছে। তবে সাইনবোর্ড কে লাগিয়েছে তা জানাতে পারেনি কেউ।
Advertisement
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ সাইনবোর্ড টাঙানো হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি স্থানীয় তৈমুর রহমান। সকালে সাইনবোর্ড দেখে অবাক হন তিনিসহ স্থানীয়রা।
বিএনপি নেতা তৈমুর রহমান বলেন, সম্প্রতি গত ৩ সেপ্টেম্বর রুহিয়ার দলীয় কার্যালয় ভাঙচুর করে আওয়ামী লীগ। আমরা আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছি। এরই মধ্যে আজ সকালে দেখি সেই কার্যালয়ে ধ্বংসস্তূপের ওপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রুহিয়া শাখার একটি সাইনবোর্ড। আমি অবাক হয়ে যাই।
তিনি আরও বলেন, আমরা কৃষি অফিসারের সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। আমরা দলীয়ভাবে বসেছি। প্রশাসনকে লিখিত অভিযোগ দেওয়া হবে। যারা এমন কার্যকলাপ করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের যেন আইনের আওতায় আনা হয়।
Advertisement
তবে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে রুহিয়া আওয়ামী লীগ।
জেলা কৃষি কর্মকর্তা ড. আব্দুল আজিজ বলেন, আমাকে অনেকেই ফোন করছে, বিষয়টা আমি জানি না। তবে আমি ঘটনাস্থলে যাচ্ছি।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাইনবোর্ড কারা লাগিয়েছে জানি না৷ এটা কৃষি সম্প্রসারণের বিষয়। ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷
ওসি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। যেকোনো পরিস্থিতি ঠেকাতে পুলিশও তৎপর রয়েছে।
Advertisement
তানভীর হাসান তানু/এফএ/এমএস