দেশের শীর্ষস্থানীয় আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের আমন্ত্রণে আগামী ১১ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ঢাকায় আসছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কারিনা কাপুর খান। ‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে যোগ দিতেই কারিনার ঢাকা সফর। আর এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। সম্প্রতি অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী এবং জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ এ বিষয়ে এক চুক্তি স্বাক্ষর করেছেন। এ নিয়ে স্বপন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘ঢাকা শহর পরিষ্কার এবং পরিবেশবান্ধবসহ আধুনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের প্রচেষ্টা ও উদ্যোগের সঙ্গে ক্লিন ঢাকা সামাজিক আন্দোলনে একাত্মতা ঘোষণা ও প্রচারণার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনের সাথে জাগো নিউজকে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে পাওয়ায় অন্তর শোবিজ আনন্দিত। আশা করছি আগামীতেও এই প্রতিষ্ঠানটি আমাদের সঙ্গী হিসেবে পাশে থাকবে।’এদিকে কারিনা ছাড়াও ভারত থেকে আসবেন সংগীতশিল্পী জাবেদ আলী এবং কনিকা কাপুর। আর তাদের সঙ্গে একইমঞ্চে দেখা যাবে বাংলাদেশে হালের হিপহপ সুপারস্টার অনন্ত জলিলকে। কনসার্টটি উপভোগ করতে টিকিট সংগ্রহ করতে হবে ১৫০০, ২০০০ ও ও ৫০০০ টাকায়। টিকিট পাওয়া যাবে ডায়মন্ড ওয়ার্ল্ড, লোটো, ক্যালিফোর্নিয়া ফ্রায়েড চিকেন, আহমেদ বার্গারের সকল শো-রুমসহ, বাজ ৩০০ কনভেনশন, ব্যাম্বে ক্যাসেল, ক্যাপিটাল স্কাইলার্ক- বেইলি রোড, আপন কফি ঘর- তালতলা, আলফেসকো- তালতলা, কাসুন্দি-উত্তরা, প্রিন্স বেকারির সকল শো-রুম, ট্রাস্ট ফ্যামিলি নিডস-উত্তরা ও আল রাজ্জাক রেস্তোরাঁ-পুরান ঢাকার শো রুমে।এ ছাড়া অনলাইনেও ক্রয় করা যাবে টিকিট। এ জন্য যেতে হবে- www.shohoz.com, ticketchai.com, dhaka.com- এ।এনই/এসএইচএস/আরআইপি
Advertisement