দেশজুড়ে

ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সুলতান

ভারতের কোচবিহার হাসপাতালের মর্গে ছয়দিন থাকার পর বাংলাদেশি বৃদ্ধ সুলতান মাহমুদের (৬৫) মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে। শনিবার দুপুরে পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতীয় পুলিশ তার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেন। গত রোববার ভারতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চামটা হাট এলাকার শাহ সুলতান মাহমুদ আনসারী।      পরিবার সূত্রে জানা যায়, ভারতের জলপাইগুড়ি জেলার হলদী বাড়ি পীরের অনুসারী ছিলেন সুলতান মাহমুদ। এ বছর সেখানকার ওরশ অনুষ্ঠানে যোগ দিতে গত রোববার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে প্রথমে কোচবিহারে গিয়ে এক ভক্তের বাড়ি ওঠেন তিনি। পরদিন সকালে বাসে করে হলদী বাড়ির উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় অসুস্থ সুলতান মাহমুদকে কোচবিহার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মর্গে প্রায় ছয়দিন ধরে সুলতান মাহমুদের মরদেহ পড়ে ছিল। সুলতান মাহমুদের বড় ছেলে আমিন মাহমুদ জাগো নিউজকে বলেন, ভারতের কোলকাতায় বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মরদেহ ফিরিয়ে এনেছি। শনিবার রাতে কালীগঞ্জের চামটাহাট এলাকায় নিজ বাড়ির পাশে জানাযার নামাজ শেষে তার লাশ দাফন করা হবে।রবিউল হাসান/এমজেড/এবিএস

Advertisement