জাতীয়

পুলিশ সদস্যরা আইনের ঊর্ধ্বে নয় : আইজিপি

পুলিশ সদস্যরা আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের জন্য যে আইন প্রযোজ্য, পুলিশের জন্যও সেই আইন প্রযোজ্য বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।সাম্প্রতি বেশ কয়েকটি অপরাধের সঙ্গে পুলিশ সদস্যদের জড়িত থাকার সমালোচনার মধ্যে শনিবার দুপুরে সিলেটে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আয়োজিত প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।আইজিপি বলেন, পুলিশের কোনো সদস্য যদি অপরাধ করে থাকে, সেটা তার দায়িত্ব নয়। কারো ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বিভাগের নয়। পুলিশ বিভাগ এ ব্যাপারে নীতি অবলম্বন করে। তদন্তে যদি অপরাধ প্রমাণ হয়, তবে সে ক্ষেত্রে অপরাধীকে চাকরিচ্যুত করতে আমরা দ্বিধাবোধ করি না। পুলিশের বিরুদ্ধে শাস্তি দৃশ্যমান হচ্ছে কথাটি সঠিক নয়। যারা এ কথা বলেন তারা সঠিক বলেন নাআইজিপি আরো বলেন, সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটেছে, প্রত্যেকটি ঘটনায় জড়িতদের আমরা সাময়িক প্রত্যাহার করেছি। তদন্ত কমিটি করেছি এবং তদন্ত কমিটিতে যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছি। আর মামলায় দোষী সাব্যস্ত হলে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে।তিনি বলেন, আর কোনো পুলিশ সদস্য যদি বড় ধরনের ফৌজদারি অপরাধে জড়িত হয়ে থাকে, তবে সেক্ষেত্রে আমরা ফৌজদারি মামলা নেব। কিন্তু সেটি তদন্ত সাপেক্ষে আসতে হবে। আমরা কখনো কোনো পুলিশ সদস্যকে কোনো ভাবেই অনুকম্পা দেখায় না। তারা দেশের আইনের ঊর্ধ্বে নয়। সাধারণ মানুষের জন্য যে আইন প্রযোজ্য, পুলিশের জন্যও সেই আইন প্রযোজ্য।তিনি আরো বলেন, সারাবিশ্বে জঙ্গিবাদের প্রসার লাভ করেছে। বাংলাদেশের পুলিশ জনগণের সহায়তায় জঙ্গিবাদ দাবিয়ে রেখেছে। পুলিশ জঙ্গিদের ধরছে, বিস্ফোরক উদ্ধার করছে। বাংলাদেশ নানা সীমাবদ্ধতার মধ্যেও জঙ্গিবাদ দমন করে এগিয়ে যাচ্ছে।সিলেট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী সেমিনারের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এইচআরপিবির সভাপতি অ্যাড. মঞ্জিল মোর্শিদ, সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেটের পিপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার এমএ মুকিত এমবিই, এইচআরপিবি ইউকে শাখারসহ সভাপতি এলাইছ মিয়া মতিন প্রমুখ।প্রথম অধিবেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন এইচআরপিবি সিলেট শাখার সভাপতি অ্যাড. আব্দুল হাই কাইয়ুম। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এইচআরপিবি যুক্তরাজ্য শাখার সভাপতি মো. রহমত আলী।ছামির মাহমুদ/এআরএ/এবিএস

Advertisement