অর্থনীতি

বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব

বিএনপি নেতা ও ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়ালসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৫ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।

Advertisement

বিএফআইইউ’র চিঠিতে ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাফসির মোহাম্মদ আউয়াল, তাবিথ মোহাম্মদ আউয়াল, তাজওয়ার মোহাম্মদ আউয়াল, তাফসির মোহাম্মদ আউয়ালের স্ত্রী মায়া মার্গেরিটা এবং জহির খানের ছেলে জাকির খানের ব্যাংকিং লেনদেন সম্পর্কিত সব ধরনের তথ্য চাওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের (৮ সেপ্টেম্বর) মধ্যে তাদের অ্যাকাউন্টের সব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, সব ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) আমরা নজরদারিতে রাখি। কোন অ্যাকাউন্টে অস্বাভাবিক কিংবা সন্দেহজনক লেনদেন হলে তা যাচাই করি। দুদক, সিআইডি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা তথ্য চাইলে আমরা হিসাব তলব করে তথ্য দেই। তবে আদালতের নির্দেশ ছাড়া কারও অ্যাকাউন্ট জব্দ বা ফ্রিজ করতে পারি না যেটা দুদক, সিআইডি বা গোয়েন্দা সংস্থা করতে পারে।

ইএআর/জেএস/জিকেএস

Advertisement