ইউএস ওপেন টেনিসে কোয়ার্টার ফাইনালের আগেই ঘটলো অঘটন। শেষ ষোলোর লড়াইয়ে বিশ্বের দুই নম্বর তারকা রাফায়েল নাদালকে বিদায় করে দিয়ে শেষ আটে উঠে গেলেন যুক্তরাষ্ট্রের তারকা ফ্রান্সেস টিয়াফো। গ্র্যান্ড স্লামে টানা ১৭ জয়ের পর হারের তিক্ত স্বাদ পেলেন নাদাল।
Advertisement
আর্থার অ্যাশলে স্টেডিয়ামে নাদালকে চমকে দিয়ে ৩-১ সেটে ম্যাচ জিতেছেন টিয়াফো। প্রথম সেট টিয়াফো জেতেন ৬-৪ গেমে। পরের সেটে একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান নাদাল। তবে পরের দুই সেট ৬-৪ ও ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের করে নেন টিয়াফো।
এ নিয়ে নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন যুক্তরাষ্ট্রের ২৪ বছর বয়সী এ তরুণ তারকা। এর আগে ২০১৯ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সেরা আটে ছিলেন তিনি। তবে সেখানেই থেমে যায় তার যাত্রা।
এবার নাদালকে হারিয়ে যেনো বিশ্বাসই করতে পারছেন না নিজের সাফল্য। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিয়াফো বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। তিনি অবশ্যই সর্বকালের সেরাদের একজন। আমি আজকে অবিশ্বাস্য টেনিস খেলেছি। তবে সত্যি বলতে বুঝতে পারছি না কী হয়ে গেল!’
Advertisement
পরে সংবাদ সম্মেলনে অবশ্য জানিয়েছেন, নাদালকে হারানোর জন্য নিজের সর্বোচ্চ প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়েই কোর্টে এসেছিলেন টিয়াফো। প্রথম সেট জিতে যাওয়ার পর জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হয় তার। পরে আরও দুই সেট জিতে বিদায় করে দেন নাদালকে।
টিয়াফো বলেন, ‘বছর দুয়েক আগে হলে হয়তো নিজেকে বলতাম, নাদালের সঙ্গে খেলতে পারছি, এটাই তো দারুণ ব্যাপার। তবে আজকে আমি যখন কোর্টে যাই, আমার সঙ্গীদের দিকে তাকিয়ে বলেছি, চলো, আজকে জিতে নেওয়া যাক! আমি এখানে এসেছি ইউএস ওপেন জিততে। শেষ পর্যন্ত যেতে চাই আমি।’
অন্যদিকে বিদায় নেওয়ার পর আত্মসমালোচনার পথই বেছে নেন নাদাল, ‘এখন অনেক বিলাপ করতে পারি বা আক্ষেপ হতে পারে, তাতে চিত্র বদলাবে না। অজুহাত বের করার কিছু নেই। নিজের সমালোচনা যথেষ্ট পরিমাণে করতে হবে। সমাধান বের করার ও উন্নতি করার একমাত্র পথ এটিই।’
এসএএস/জেআইএম
Advertisement