আন্তর্জাতিক

ছবিতে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

ছবিতে তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শনিবার সকালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। কম্পনে ১৬তলা একটি ভবন ধসে পড়েছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ২২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভবনের আটকে আছে আরও অনেকে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বলছে, ওয়েই গুয়ান আবাসিক এলাকায় ধসে পড়া ১৬তলা ভবন থেকে ১০ দিনের এক শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধসে পড়া ওই ভবন থেকে আরো তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উদ্ধারকাজে অন্তত ৪০০ সেনাসদস্য অংশ নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। উদ্ধার কর্মকর্তারা এখন পর্যন্ত ২২০ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে দেড়শ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০১৩ সালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে চারজনের প্রাণহানি ঘটে।

Advertisement

এসআইএস/এবিএস