জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে কলম্বিয়ায় ৩ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থমন্ত্রী আলেজান্দ্রো গাভিরিয়া এ তথ্য নিশ্চিত করে বলছেন, নার্ভ বিষয়ক দুরারোগ্য ব্যাধি গুলিন-ব্যারিতে সংক্রমণের পরিমাণ বেড়ে চলছে। খবর বিবিসির।শুক্রবার কলম্বিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জিকা ভাইরাসের কারণে ওই তিনজনের প্রাণহানি হয়েছে বলে প্রথমবারের মত ঘোষণা দেন। তারা বলেন, ওই তিনজনের মৃত্যুর জন্য মশা থেকে জন্ম নেয়া জিকা ভাইরাস দায়ী। দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের (আইএনএস) পরিচালক মার্থা লুসিয়া ওসপিনা বলেন, এর আগে মনে করা হচ্ছিল এই তিন জনের মৃত্যু গুলিন-ব্যারির সংক্রমণে হয়েছে। গুলিন-ব্যারি হচ্ছে, এমন একটি দুরারোগ্য রোগ যার সংক্রমণের ফলে মানুষের স্নায়ুতন্ত্র ব্যবস্থাকে আক্রমণ করে। তিনি বলেন, জিকা প্রাণঘাতী হয়ে উঠছে বিশ্ব এখন তা অনুধাবন করছে। মৃত্যু হার খুব বেশি নয়। তবে এটা প্রাণঘাতী হতে পারে। এডিস মশা জিকা ভাইরাস বহন করে। এর আগে ব্রাজিলে প্রথম জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। গর্ভবর্তী নারীরা এ রোগে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। ফলে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জিকা ভাইরাসে আক্রান্ত দেশগুলোকে নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও গর্ভপাতের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে। এসআইএস/এবিএস
Advertisement