জাতীয়

শিশুদের মাদক থেকে দূরে রাখতে কাউন্সিলিং প্রয়োজন

মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে শিশুদের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও নিয়মিত কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তার কথা উঠে এসেছে একটি সেমিনার থেকে। শনিবার ধানমণ্ডির আহসানিয়া মিশন অডিটোরিয়ামে ‘শিশু মাদকাসক্তি নিরসনে করণীয়’ শীর্ষক এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে উপস্থিত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খন্দকার রাকিবুর রহমান বলেন, শিশুদের মাদকদ্রব্য থেকে দূরে রাখতে পরিবারের কাউন্সিলিং প্রয়োজন। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রতি জেলার শিশু একাডেমিগুলোতে মাদকবিরোধী কার্যক্রম শুরু করার অনুরোধ করা হবে। পল্লী উন্নয়নের শিশুদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। দেশের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোকে মাদকাসক্ত শিশুদের চিকিৎসায় উৎসাহিত করা হবে।মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, অনেক অভিভাবকরা তাদের শিশুদের দিয়ে টাকা উপার্জন করাতে চায়। তাদের উচিৎ শিশুদের সঠিকভাবে কাউন্সিলিং করানো। মাদক জীবনকে কীভাবে ধ্বংস করে দেয় সেগুলো বোঝানো।অনুষ্ঠানে আগত অতিথিদের ক্রেস্ট প্রদান করেন ডিজি খন্দকার রাকিবুর রহমান। অন্যদের মধ্যে এতে আরো উপস্থিত ছিলেন- সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুল কবির, আহসানিয়া মিশনের সভাপতি কাজি রকিবুল আলম প্রমুখ।এআর/এনএফ/এমএস

Advertisement