প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জের তথ্যমতে, বর্তমানে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি। আট থেকে আশি সব বয়সী ব্যবহারকারী আছে এই অ্যাপটির। শর্ট ভিডিও তৈরির জনপ্রিয় এই অ্যাপে আয় করার সুযোগও আছে ব্যবহারকারীদের। এসব কারণেই মূলত এই অ্যাপটি এত বেশি জনপ্রিয় হয়েছিল।
Advertisement
তবে অনেক কারণে বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে এই অ্যাপের ব্যবহার। তবুও একটুও কমেনি এর জনপ্রিয়তা। দিন দিন ব্যবহারকারীর সংখ্যাও বেড়েই চলেছে। প্রযুক্তি বাজারে যত সাইট আছে তাদের মধ্যে শীর্ষ স্থান প্রথম থেকেই ধরে আছে সাইটটি।
তবে যারা সারাক্ষণ টিকটক ভিডিও দেখেন তাদের জন্য বড় সমস্যা হচ্ছে- আপনার দেখা ভিডিওর হিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টে জমা হয়। তবে চাইলেই মুঠোফোন থেকে টিকটকে দেখা ভিডিওর তালিকা দেখার পাশাপাশি মুছে ফেলা যায়।
টিকটকে দেখা ভিডিওর হিস্ট্রি মুছে ফেলতে যা করবেন-
Advertisement
>> এজন্য প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে ডান পাশের ওপরে থাকা তিনটি ডট লাইন মেনু নির্বাচন করতে হবে।
>> এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ নির্বাচন করুন।
>> এখানে ‘ওয়াচ হিস্ট্রি’ অপশনে ক্লিক করলেই গত সাত দিনে দেখা ভিডিওর তালিকা দেখতে পাবেন।
>> এবার ওয়াচ হিস্ট্রি পেজের ডান পাশের কোনায় থাকা গিয়ার আইকন নির্বাচন করুন।
Advertisement
>> এখানে থাকা ‘ক্লিয়ার হিস্ট্রি’ অপশন নির্বাচন করলেই ভিডিওগুলো মুছে যাবে।
সূত্র: দ্য ভার্জ
কেএসকে/এমএস