খেলাধুলা

আইপিএলে দল পেলেন যারা

শুরু হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের নিলাম। এবারের আইপিএলে যোগ হয়েছে নতুন দুই দল। সব মিলে প্লেয়ারদের নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এক নজরে দেখা যাক এখন পর্যন্ত কে কে কোন দলে।ত্রাভিস হেডকে ৫০ লাখে নিল বেঙ্গালুরু। আরপি সিংহকে ৩০ লাখে কিনে নিল পুনে।অভিমন্যু মিঠুন কে ৩০ লাখে কিনে নিল হায়দরাবাদ। বারিন্দর স্রানকে ১.২ কোটিতে কিনে নিল সানরাইজ হায়দরাবাদ।কেইন অ্যাবটকে ২.১ কোটিতে কিনে নিল পঞ্জাব।জয়দেব উনাদকরকে ১.৬ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।মুস্তাফিজুরকে ১.৪ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশের এই ফাস্টাবোলারের বেস প্রাইজ ছিল ৫০ হাজার।মার্কাস স্তইনিসকে ৫৫ লাখে কিনে নিল পঞ্জাব।কার্লস ব্র্যাথওয়েটকে ৪.২ কোটিতে কিনে নিল দিল্লি।মোহিত শর্মাকে ৬.৫ কোটিতে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।জন হেস্টিংসকে ১.৩ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।ধবল কুলকার্নীকে বেস প্রাইজ ২ কোটিতেই কিনে নিল গুজরাত লায়ন্স।মিচেল মার্শকে ৪.৮ কোটিতে কিনে নিল পুনে।২ কোটিতে স্টুয়ার্ট বিনিকে কিনে নিল বেঙ্গালুরুয়৩০ লাখে কলিন মুনরোকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।ক্রিস মরিস এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দাম পেয়ে যুবরাজকে ছুয়ে ফেললেন। ৫০ লাখ বেস প্রাইজ হলেও তাকে দিল্লি কিনে নিল ৭ কোটিতে। ১ কোটিতে পুনে কিনে নিল ইরফান পাঠানকে।২.৩ কোটিতে দীনেশ কার্তিককে কিনে নিল গুজরাত লায়ন্স। বেস প্রাইজ ছিল ২ কোটি।মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইটরাইডার্সের লড়াইয়ের শেষে ৩.৮ কোটিতে মুম্বইতেই গেলেন জো বাটলার। ৪.২ কোটিতে সঞ্জু স্যামসনকে কিনে  নিল দিল্লি ডেয়ারডেভিলস।ডেল স্টেইনকে ২.৩ কোটিতে কিনে নিল গুজরাট।৭ কোটিতে যুবরাজ  সিংহকে কিনে নিল হায়দরাবাদ। আশিস নেহরার বেস প্রাইজ ২ কোটি। ৫.৫ কোটিতে নেহরাকে কিনে নিল হায়দরাবাদ। শেন ওয়াটসনের বেস প্রাইজ ২ কোটি। ৯.৫ কোটিতে পুনে, মুম্বইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর তাঁকে কিনে নিল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। ইশান্ত শর্মা ৩.৮ কোটিতে পুনে সুপার জায়ান্টে। ডোয়েন স্মিথের বেস প্রাইস ছিল ৫০ লাখ। পুনে আর গুজরাত লড়াই করলেও শেষ পর্যন্ত ২.৩ কোটিতে তাঁকে কিনে নিল গুজরাত লায়ন্স।কেভিন পিটারসনের বেস প্রাইস ছিল ২ কোটি। ৩.৫ কোটিতে পিটারসনকে কিনে নিল পুনে সুপার জায়ান্ট।শেন ওয়াটসনের বেস প্রাইজ ২ কোটি। ৯.৫ কোটিতে পুনে, মুম্বইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর তাঁকে কিনে নিল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।ইশান্ত শর্মা ৩.৮ কোটিতে পুনে সুপার জায়ান্টে।ডোয়েন স্মিথের বেস প্রাইস ছিল ৫০ লাখ। পুনে আর গুজরাত লড়াই করলেও শেষ পর্যন্ত ২.৩ কোটিতে তাঁকে কিনে নিল গুজরাত লায়ন্স।কেভিন পিটারসনের বেস প্রাইস ছিল ২ কোটি। ৩.৫ কোটিতে পিটারসনকে কিনে নিল পুনে সুপার জায়ান্ট।এমআর/এমএস

Advertisement