দেশজুড়ে

জয়পুরহাটে অভিনব কায়দায় ডাকাতি

জয়পুরহাটের বামনপুর এলাকায় ক্যাবল নেটওর্য়াক কর্মীর পরিচয় দিয়ে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, ল্যাপটপসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। শুক্রবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোজাম্মেল হক জানান, শুক্রবার রাত প্রায় ৮টার দিকে ডাকাত দলের একজন নিজেকে ক্যাবল নেটওয়ার্ক কর্মীর পরিচয় দিয়ে বাড়ির দরজা খুলে নেয়। বাড়ির দরজা খুলে দেয়া মাত্র আরও ৩ জন ডাকাত বাড়িতে প্রবেশ করে তাকে ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। পরে তারা অস্ত্রের মুখে চাবি কেড়ে নিয়ে আলমারি খুলে নগদ ৭০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও ১টি ল্যাপটপ লুট করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রায় ৩ ঘণ্টা পর তার প্রবাসী ছেলে ব্যাডমিন্টন খেলা শেষে বাড়িতে এসে তাদের শরীরের বাঁধন খুলে দেন। জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে রাত ২টার দিকে গৃহকর্তা মোজাম্মেল হক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।রাশেদুজ্জামান/এসএস/এমএস

Advertisement