বিনোদন

যুক্তরাষ্ট্র থেকে মেয়ে দিঠি ফিরলে গাজী মাজহারুলের দাফন

শেষ বিদায়ে কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে ছেলে উপল থাকলেও যুক্তরাষ্ট্রে আছেন মেয়ে গায়িকা দিঠি।

Advertisement

জীবদ্দশায় মেয়ে ছায়া হয়ে থাকতেন গাজী মাজহারুল আনোয়ারের। মৃত্যুকালে সেই মেয়েকে পাশে পাননি তিনি। তাই মেয়ের ইচ্ছে বাবাকে শেষ দেখা দেখবেন। মেয়ে দিঠি আনোয়ার দেশে ফিরলেই তার বাবার মরদেহ সমাহিত করা হবে।

এজন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দিঠি ফিরলেই কিংবদন্তিকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হবে। আপাতত হাসপাতালের হিমঘরে থাকবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ।

গাজী মাজহারুল আনোয়ারের ভাগ্নে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, আমরা আশা করছি, আজ (রোববার) সন্ধ্যা বা রাতের মধ্যে দিঠি ঢাকায় পৌঁছাবে। তিনি আসার পরই বাকি সিদ্ধান্তগুলো নেওয়া হবে।

Advertisement

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর বারিধারায নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

এমআই/এমআইএইচএস/এমএস

Advertisement