খ্যাতিমান কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে বারডেম হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
Advertisement
রোববার (৪ সেপ্টেম্বর) জাগো নিউজকে এ তথ্য দেন হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা ফরিদ কবির।
কবি হেলাল হাফিজ জানান, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১৫ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। এরপর কিছুটা সুস্থ বোধ করলে তিনি হোটেলে ফিরে যান। বৃহস্পতিবার রাতে আবার অসুস্থ বোধ করলে হোটেলের লোকজন তাকে বারডেম হাসপাতালে নিয়ে আসে।
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত। এর পাশাপাশি কিডনি, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার মতো নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
Advertisement
এএএম/এমআইএইচএস/জেআইএম