প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বৈধকরণ শুরু ১৫ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদী। তিনমাসের মধ্যে এ কার্যক্রম শেষ করা হবে এবং পুরো প্রক্রিয়াটি চলবে অনলাইনে। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী নাজিব রাজাক কদিন আগেই ঘোষণা দিয়েছিলেন দেশটিতে অবস্থানরত বিদেশি শ্রমিকদের বৈধতা দেয়া হবে। প্রধানমন্ত্রীর ওই ঘোষণার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বৈধতা পাওয়ার জন্য নিবন্ধন শুরুর সময় ঘোষণা করলেন উপপ্রধানমন্ত্রী। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন টিভিসাতুতে এ খবর প্রকাশ করা হয়। মালয়েশিয়ার সরকারের এ ঘোষণার পর দেশটির বিভিন্ন প্রদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন।  মন্ত্রী হামিদী আরো জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে বৈধকরণ প্রক্রিয়া চলবে তিন মাস পর্যন্ত। সরকারের পাশাপাশি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরাও শ্রমিকদের বৈধতার জন্য নিবন্ধন করতে পারবেন। সে ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে যেতে হবে তাদের। জাহিদ হামিদী বলেন, নতুন এই পদ্ধতির মাধ্যমে দেশটিতে অবৈধ ২০ লাখ বিদেশি শ্রমিক বৈধতা পাবেন। এছাড়া অনলাইন পদ্ধতিতে দালালদের ওপর নির্ভরশীলতা কমবে। এ ঘোষণাকে খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। হাইকমিশনার বলেন, বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়ে দূতাবাস দীর্ঘদিন ধরে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছিল। বৈধতা শুরু হওয়ার প্রক্রিয়াকে বাংলাদেশের জন্য কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি। শহীদুল ইসলাম আরো বলেন, আগের মতো সুযোগ পেয়েও কেউ যাতে বৈধ হওয়ার প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে  সচেতন থাকতে হবে এবং যারা পাসপোর্ট এখনও করেননি দ্রুত তাদের পাসপোর্ট করে ফেলার পরামর্শ দিয়েছেন হাইকমিশনার।এনএফ/এআরএস/এমএস

Advertisement