লিওনেল মেসির বানিয়ে দেওয়া বলে জোড়া গোল করলেন কিলিয়ান এমবাপে। তারকা জুটির নৈপুণ্যে নঁতের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়লো প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
Advertisement
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। এমবাপের জোড়ার সঙ্গে এক গোল যোগ করেন নুনো মেন্দেস।
ম্যাচের ২৪তম মিনিটেই দশজনের দলে পরিণত হয়েছিল নঁতে। অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলা স্বাগতিকরা স্বাভাবিকভাবেই সেভাবে লড়াই করতে পারেনি।
এই ম্যাচে নেইমারকে শুরুর একাদশে রাখেননি পিএসজি কোচ ক্রিস্টোফে গাল্টিয়ের। ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। মেসির পাস ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
Advertisement
ছয় মিনিট পর প্রতিপক্ষের মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। দশজনের দল নিয়ে আর সুবিধা করতে পারেনি নঁতে।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ডি-বক্সে ঢুকে তিনি পাস বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টাইন খুদেরাজ প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে না পেরে বক্সে ফিরতি পাস দেন এমবাপেকে। ফরাসি তারকা আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে।
৬২তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো এমবাপের। পাবলো সারাবিয়ার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে শট নেন তিনি, তবে শেষ মুহূর্তে তা ঠেকিয়ে দেন নিকোলা পালোয়া। এর পরপরই এমবাপেকে তুলে নেন কোচ, মাঠে নামেন নেইমার।
বদলি নামার কিছুক্ষণ পরই গোল পেতে পারতেন নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টারের শট বাধা পায় পোস্টে। তবে ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান মেন্দেস।
Advertisement
৮৩তম গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গাল্টিয়েরের শিষ্যরা।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে মার্শেই।
এমএমআর/এমএস