হিমালয়ের দেশ নেপালে ১০ দিনব্যাপী বাংলাদেশের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। দেশটির রাজধানী কাঠমান্ডুর সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) এ প্রদর্শনীর উদ্বোধন করেন নেপাল একাডেমির চ্যান্সেলর গঙ্গা প্রসাদ উপ্রেতি।
Advertisement
শনিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও নেপালের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ‘স্পিরিট অব ফ্রেন্ডশিপ’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে নেপালে অবস্থিত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধি ও নেপালের সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রথিতযশা চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার পরিচালনায় প্রদর্শনীতে আজমীর হোসেন, বিশ্বজিৎ গোস্বামী, সৌরভ চৌধুরী, মং মং শো, লুম্বিনী দেওয়ান, জয়তু চাকমা, অংথোয়াই মারমা, সুদীপ চাকমা, নমস্তা রেমা, মুন্না বম এবং পিংকু ত্রিপুরা প্রমুখ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে।
Advertisement
এইচএ/জেএইচ/জেআইএম