নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। সেখান থেকেই তিনি তার ভক্তদের সঙ্গে নানা কিছু শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
Advertisement
সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট নিয়ে অনেক সময়ই ঝামেলায় পড়েছেন বলে একাধিকবার জানিয়েছেন শাবনূর। অ্যাকাউন্ট হ্যাক, ফেক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা যেন তার পিছু ছাড়ছে না। সম্প্রতি তার নামে ফেক ফেসবুক আইডি খুলে বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে একটি চক্র।
সে বিষয়ে সবাইকে সর্তক করে ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেত্রী। এবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করা ভিডিও বার্তায় ভক্ত-দর্শক ও নেটিজেনদের সাবধান হতে বলেছেন এ অভিনেত্রী। একই সঙ্গে জানিয়ে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে নিজের আসল অ্যাকাউন্টগুলোর ব্যাপারে।
শাবনূর তার ভিডিও বার্তায় বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তারা জানেন যে, আমার নামে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল খুলে চালিয়ে যাওয়া হচ্ছে।
Advertisement
‘আমি বারবার বলার পরও তাদের থামানো যাচ্ছে না। এসব ভুয়া পেজ, আইডি বা অ্যাকাউন্টের জন্য আমার ভক্তরা প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছেন ও আমার কিছু সহজ-সরল ভক্ত যে মাঝেমধ্যে প্রতারিত হচ্ছেন তার খবরও বিভিন্ন সূত্র থেকে জেনে আসছি।’
তিনি আরও বলেন, ‘তাই আপনারা যাতে আমার সোশ্যাল মিডিয়ার সব আইডি, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেলের সঠিক পরিচয় জানতে পারেন এবং অন্য কারও দ্বারা বিভ্রান্ত বা প্রতারিত না হন, সে জন্য আমি শাবনূর আমার তথ্যগুলো আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম।’
বিভিন্ন মাধ্যমে শাবনূরের আসল অ্যাকাউন্ট ও পেজগুলোর লিংক নিচে দেওয়া হলো-
ফেসবুক অ্যাকাউন্ট: Shabnoor Sabnurলিংক: www.facebook.com/shabnoor.sabnur
Advertisement
ফেসবুক পেজ: Shabnoorলিংক: www.facebook.com/Shabnoor
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট: Shabnoor_originalলিংক: instagram.com/shabnoor_original
ইউটিউব চ্যানেল: Shabnoorলিংক: www.youtube.com
এমআই/জেএস/এমএস