গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক রুগ্ন রাজনীতি। তিনি বলেন, `এ বিতর্ককে জিইয়ে রেখে একটা মহল ফায়দা লুটতে চায়। এগুলো হলো রুগ্ন রাজনীতি।` শুক্রবার রাজধানীর আরামবাগে দলের স্থায়ী পরিষদের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, `যে যেই দল করুক না কেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে সংবিধান অমান্য করার কোনো অধিকার কারও নেই। সংবিধান সবাইকে মানতে হবে।` শহীদদের স্বপ্ন এখনও পূরণ হয়নি-মন্তব্য করে তিনি বলেন, `কোনো দল নয়, জাতীয় প্রতীক শাপলাকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এর বিপরীতে অবস্থান নেবে, তারা হবে প্রতিপক্ষ। জাতীয় ঐক্যের বিপরীত চিন্তা বা বক্তব্য খুবই মারাত্মক। দেশ বা দল নয়, ব্যক্তিস্বার্থে এরা ক্ষতির জন্য বসে আছে। এজন্য শহীদের কাছে জবাবদিহি করতে হবে।` সভায় এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সাইদুর রহমান ও ফরিদা ইয়াসমিন। সভায় আগামী ১৩ মার্চ গণফোরামের বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে বলে মন্তব্য করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জেএইচ
Advertisement