যুক্তরাষ্ট্রের মিশিগানে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এমসিসি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। ৩১ শে আগস্ট সন্ধ্যার পর হ্যামট্রামেক সিটির গেইটস অব কলম্বাসের হলরুমে ১০টি দলের উপস্থিতিতে এর উদ্বোধন করা হয়।
Advertisement
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজিয়া জাহান ও রুম্মান আহমেদ স্বাগত। এ সময় বক্তব্য দেন এমসিসি ক্রিকেট কমিটির সভাপতি মোশারফ চৌধুরী লিটু ও সাধারণ সম্পাদক তায়েফুর রহমান বাবু।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস, আরিফুল হক, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরী, ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানী, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, মেহরাব হোসেন জুনিয়র উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নাসির হোসেন ও তাপস বৈশ্য বর্তমানে দলের সঙ্গে থাকলেও অনুষ্ঠানে আসতে পারেননি। এমসিসি টি২০ টুর্নামেন্ট দ্বিতীয় বারের মতো এবারো অনুষ্ঠিত হচ্ছে। মোট ১০টি দল অংশ নেবে।
Advertisement
আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে ৯টি ও ইংল্যান্ড থেকে ১টি দলের অংশগ্রহণে বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) ১ম রাউন্ডের খেলা শুরু হয়েছে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (৪ সেপ্টেম্বর)। খেলাগুলো হবে ডেট্রয়েট সিটির জেইন পার্ক ও লাস্কি রিক্রিয়েশন সেন্টার মাঠে।
এবারের টুর্নামেন্টে প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ডলার। খেলায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, এশিয়া ইউনাইটেড, লন্ডন রাইডারস, মিশিগান চিতাস, মটরসিটি ইউনাইটেড, জর্জিয়া টাইগারস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগারস অব ইউএসএ, টারমিনেটরস সিসি।
এমআরএম/এমএস
Advertisement