আবেগ ভালো। কিন্তু যে আবেগ সুন্দরের বাধা হতে পারে, সে আবেগ কারও কাম্য হতে পারে না। বইমেলা নিয়ে বাংলা একাডেমি অহেতুক আবেগ দেখিয়ে মেলায় বিভাজন সৃষ্টি করেছে। এতে মেলার সৌন্দর্য্য নষ্ট হয়েছে। মেলার সার্বিক বিষয় নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুক্রবার অমর একুশে বইমেলায় জাগো নিউজের সঙ্গে কথা বলেন লেখক, সাহিত্যিক আনিসুল হক। তিনি বলেন, গত কয়েক বছর চরম শঙ্কা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে বইমেলা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক সহিংসতার কারণে গত তিন বছর মেলায় মন্দা সময় কেটেছে। শিল্প-সাহিত্য মননের বিষয়। খোলা মনে লিখতে না পারলে মান দাঁড়ায় না। এবার পরিবেশ ফিরেছে। শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবার প্রকাশকরা ভালো করতে পারবেন বলে আশা রাখি। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমিতে পৃথক মেলার আয়োজনের সমালোচনা করে জনপ্রিয় এই সাহিত্যক বলেন, শিল্প সাহিত্যের মেলা সুন্দর হবে এটা সবাই চাই। লেখক প্রকাশকরা চেয়েছি, মেলা এক জায়গায় অনুষ্ঠিত হোক। তিনি আরো বলেন, মেলায় দর্শনার্থীরা এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ বাংলা একাডেমি চত্বরে প্রবেশ করলে সে আর সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চান না। যাওয়ার উৎসাহও হারিয়ে ফেলেন। অথচ মূল প্রকাশনীগুলো সোহরাওয়ার্দী উদ্যানেই।অন্যদিকে লিটন ম্যাগগুলোর স্টলও বাংলা একাডেমিতে রাখা হয়েছে। এতে পাঠক, দর্শকরা প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়ছে। মেলা সুন্দরের জন্য সমন্বয় জরুরি ছিল। এসআর/এএসএস/এমএম/এএইচ/এমএস
Advertisement