সাহিত্য

এসএম সুলতানের বৈচিত্র্যময় শিল্পজীবন নিয়ে বই

পাঠক শিল্পী এসএম সুলতানের বৈচিত্র্যময় শিল্পজীবন নিয়ে বই লিখেছেন লেখক সুভাষ বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো’তে ‘এসএম সুলতানঃ বৈচিত্র্যময় শিল্পজীবন’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর এমিরেটস অধ্যাপক আনিসুজ্জামান। বইটিতে পাঠক শিল্পী এসএম সুলতানের বিষয়ে অনেক জানা কথার রয়েছে। এছাড়াও সুলতানের বিচরিত পটচিত্র, কাঠখোদাইয়ের মতো শিল্পগুলো বইটিতে চিত্রকর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারক আলভী, সমাজকর্মী এসএম কামাল হোসেন এবং আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার পরিচালক ব্রুনো প্লাস। দেশের চারুকলা ইন্সটিটিউট এবং গ্যালারীগুলোতে পড়ার জন্য বইটি রাখা হবে। এআর/এএইচ/এমএস

Advertisement