স্বাস্থ্য

করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ২১৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে দুইজন মারা গেছেন। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। তাদের একজন ঢাকার বাসিন্দা, অন্যজন সিলেটের। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৫ জনে।

Advertisement

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৬ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১২ হাজার ১৬২ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে টানা তিনদিন ২৮, ২৯ ও ৩০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। তবে গতকাল বুধবার করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে তিন হাজার ৯৭৫টি নমুনা সংগ্রহ ও তিন হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৫৫ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৭১৬ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

কেএসআর/জেআইএম

Advertisement