বিনোদন

২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’

অবশেষে চূড়ান্ত হলো বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’র মুক্তির দিন। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্রটি।

Advertisement

চলচ্চিত্রটির মুক্তির তারিখ নিশ্চিত করেন পরিচালক মাহমুদ দিদার। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।

বুধবার (৩১ আগস্ট) রাতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হাতে এ চলচ্চিত্রের পোস্টার তুলে দেওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার।

তিনি বলেন, মুক্তির আগেই ‘বিউটি সার্কাস’ নিয়ে মানুষের প্রত্যাশা ও ভালোবাসা অভাবনীয়। চলচ্চিত্রটি নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই শেষ হতে যাচ্ছে।

Advertisement

মাহমুদ দিদার বলেন, চলচ্চিত্রটি নির্মাণের দীর্ঘযাত্রায় তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী ২৩ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে। আশা করছি, সিনেমা হলে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারক দারুণ এ চলচ্চিত্রটি দর্শক উপভোগ করবেন।

আজ (১ সেপ্টেম্বর) রাত ৮টায় চলচ্চিত্রটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মোচিত হবে বলেও জানান এ নির্মাতা।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এজন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন।

২০১৭ সালে নির্মাণ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তি ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগে। করোনাভাইরাস মহামারির কারণেও পিছিয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্রটির মুক্তি। অবশেষে রুপালি পর্দায় ধরা পড়তে যাচ্ছে তারকাবহুল চলচ্চিত্রটি।

Advertisement

এ চলচ্চিত্রটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশের বড়পর্দায় হাজির হচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

চলচ্চিত্রটিতে জয়া আহসান সেজেছেন সার্কাসকন্যা ‘বিউটি’ রূপে। চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।

এমআই/এএএইচ/জেআইএম